শাইখ সালেহ আল ফাওযান (হাফিযাহুল্লাহ) কে প্রশ্ন করা হয়।
প্রশ্নকর্তা বলছেন,
বিদাতীদের রদ ( খন্ডন/ প্রত্যাখ্যান) না করা , তাদের বাতিল (আক্বীদা ,মানহাজ) গোপন রাখা এবং তাদের (দিফা') সাপোর্ট করা কি মুসলিমদের সাথে প্রতারণা হিসেবে গণ্য হবে?
প্রশ্নকর্তা বলছেন,
বিদাতীদের রদ ( খন্ডন/ প্রত্যাখ্যান) না করা , তাদের বাতিল (আক্বীদা ,মানহাজ) গোপন রাখা এবং তাদের (দিফা') সাপোর্ট করা কি মুসলিমদের সাথে প্রতারণা হিসেবে গণ্য হবে?
উত্তর: এটা মুসলমানদের সাথে সবচেয়ে বড় প্রতারণার মধ্যে অন্তর্ভুক্ত। বিদাতীদের ব্যাপারে চুপ থাকা এবং তাদের বিদাত প্রকাশ করে না দেওয়া এটা মুসলিমদের সাথে প্রতারণার অন্তর্ভুক্ত। তো যখন এ অবস্থায় পৌঁছে যায় যে সে বিদাতীদের প্রশংসা করে তাহলে এটা আরো কঠিন এবং আরো বেশি জঘন্য। আল্লাহর কাছে আশ্রয় চাই।
তো যার কাছে ইলম আছে তার উপর ওয়াজিব হল , সে বিদাত, মুহদাসাত সম্পর্কে (লোকদের কাছে) বর্ণনা করে দেবে এবং (বিদাত) করতে নিষেধ করবে এবং তাদেরকে সাবধান করবে। চূপ করে থাকবে না। চুপ করে থাকা (ইলম) গোপন করার অন্তর্ভুক্ত।
(আল্লাহ তায়ালা বলেন),
(আল্লাহ তায়ালা বলেন),
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِ ۙ أُولٰٓئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللّٰعِنُونَ
2:159
إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ
2:169
{নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হিদায়ত যা আমি নাযিল করেছি। কিতাবে তা মানুষের জন্য স্পষ্ট করার পর, তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণ ও লানত করে। (১৫৯) তারা ছাড়া , যারা তওবা করেছে , শুধরে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে। অতএব আমি তাদের তওবা কবুল করব। আর আমি তওবা কবুলকরী ,পরম দয়ালু (১৬০) সুরা বাকারা} (আল বায়ান এর অনুবাদ)
যে মুসলিমের কাছে ইলম আছে তার জন্য জায়েজ নায় যে সে বিদাত ও মুখালাফাত (শরিয়ত এর খেলাফ) এর ব্যাপারে চুপ থাকবে এবং সে বিদাত সম্পর্কে স্পষ্ট করে দেবে না। কারন যখন সে চুপ থাকবে তখন লোকেরা তাকে দিয়ে দলিল দিবে, এবং বলবে যদি এটি হারাম বা নিষিদ্ধ হত তাহলে অমুক আলেম এ ব্যাপারে চূপ থাকতেন না অথচ তিনি তা দেখছেন। না'আম।
যে মুসলিমের কাছে ইলম আছে তার জন্য জায়েজ নায় যে সে বিদাত ও মুখালাফাত (শরিয়ত এর খেলাফ) এর ব্যাপারে চুপ থাকবে এবং সে বিদাত সম্পর্কে স্পষ্ট করে দেবে না। কারন যখন সে চুপ থাকবে তখন লোকেরা তাকে দিয়ে দলিল দিবে, এবং বলবে যদি এটি হারাম বা নিষিদ্ধ হত তাহলে অমুক আলেম এ ব্যাপারে চূপ থাকতেন না অথচ তিনি তা দেখছেন। না'আম।
Translation : Rakibun Atid Zihad