শাইখ বিন বাযের ফতোয়া। পহেলা বৈশাখ ও কাফেরদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করার হুকুম - Be Salafee Upon The Path

Thursday, April 12, 2018

শাইখ বিন বাযের ফতোয়া। পহেলা বৈশাখ ও কাফেরদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করার হুকুম

পহেলা বৈশাখ ও কাফেরদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করার হুকুম
শাইখ আব্দুল আযিয বিন বাজ:
কিছু মুসলিম খৃষ্টানদের সাথে তাদের উৎসবে অংশগ্রহণ করে। তো আপনাদের দিক নির্দেশনা কী?
উত্তর: মুসলিম নর ও নারীর জন্য জায়েয #নয় যে তারা ইহুদি, খৃষ্টান অথবা অন্যদের সাথে তাদের উৎসবে অংশগ্রহণ করবে। বরং তা বয়কট করা ওয়াজিব। কারন যে কোন জাতীর সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া এবং তাদের চরিত্র ধারণ করা থেকে আমাদেরকে সাবধান করেছেন। তাই মুসলিম পুরুষ ও নারীর কর্তব্য তা থেকে সাবধান থাকা এবং তাদের জন্য কোন ভাবেই এ বিষয়ে সাহায্য করা জায়েয নয়। কারণ এ উৎসব গুলো শরিয়াত বিরোধী। তাই তাতে অংশগ্রহণ করা জায়েয নয় এবং এ উৎসব উদযাপনকারীদের সাথে পরষ্পরিক  সহযোগিতা করাও জায়েয নয়। এবং তাদের কোনভাবেই সহযোগিতা করা জায়েয নয় ,।চা দিয়ে নয় , কফি দিয়ে নয় এবং অন্য কিছু দিয়ে নয় যেমন পাত্র এবং অন্যান্য জিনিস। কারন আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ  ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)
নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে  এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। (মায়িদা আয়াত ২)
তো কাফেরদের সাথে তাদের উৎসব সমূহে অংশগ্রহণ করা একপ্রকার  পাপ ও সীমালংঙ্ঘনে পারস্পারিক সহযোগিতা ।
[ মাজমু'উল ফাতাওয়া ওয়া মাক্বলাত munawwaa'h 6/405]
Source: http://www.ajurry.com/vb/showthread.php?t=16365
Translation: Zihaad

Pages