ছেলে জিহাদে যেতে চায়, কী করব ? - Be Salafee Upon The Path

Monday, July 16, 2018

ছেলে জিহাদে যেতে চায়, কী করব ?

ছেলে জিহাদে যেতে চায়, কী করব ? জবাব দিচ্ছেন যুগশ্রেষ্ঠ ফাক্বীহ্ আশ শাইখুল ‘আল্লামাহ ইমাম স্বলিহ বিন ফাওযান আল ফাওযান (হাফিযাহুল্লাহ)



”س: أحسن الله إليكم لي ولدٌ ألح علي عدة مرات يقول سأذهب للجهاد فهل أسمح له أم لا؟“

ج: ”هذا الذي قلناه لكم أحفظوا أولادكم هم يسمونه جهاد لأجل يرغبون الناس فيه ويأتون بآيات الجهاد وأحاديث الجهاد يرغبون الناس فيه ، وهو ماهو جهاد ، ماهو جهاد ، هو تجنيدٌ ضدكم ، أنتم رأيتم هذا ما يحتاج.. رأيتم هذا الجهاد ماهو .. أنه في نحوركم هذا الجهاد الذي يريدون ، يريدون أن يجندوا أولادكم في نحوركم ويكونون هم في راحة يشغلونكم بأولادكم هذا الذي يريدون ، فلا تترك ولدك يذهب مع أناس لا تعرفهم ولا تعرف عقيدتهم ولا تعرف منهجهم لا تتركه أبداً أنت المسئول عن ولدك.“

প্রশ্ন: “আল্লাহ্ আপনার মঙ্গল করুন। আমার একটা ছেলে আছে, সে আমার কাছে বারবার পীড়াপীড়ি করছে। সে বলছে “আমি জিহাদ করতে যাব”। আমি কি তাকে অনুমতি দিব নাকি, দিব না ?”

উত্তর: “এটাই আপনাদেরকে আমরা বলেছি যে, আপনারা নিজেদের সন্তানদেরকে হেফাজত করুন। তারা এর নাম দেয় জিহাদ যাতে করে মানুষ এর প্রতি আগ্রহী হয়। আর তারা জনসাধারণকে আগ্রহী করতে জিহাদের আয়াত ও হাদীসগুলো শোনায়। কিন্তু তা জিহাদ নয়... তা জিহাদ নয়। বরং তারা আপনাদের বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করছে। আপনারা তো তা দেখেছেনই। আপনাদেরকে তা জানানোর প্রয়োজন নেই। আর আপনারা এও দেখেছেন যে, তা কী ধরনের জিহাদ!

এই জিহাদ তো আপনাদের বিরুদ্ধে, তারা আপনাদের সন্তানদেরকে আপনাদের বিরুদ্ধেই জমায়েত করতে চায়। আর নিজেরা আরামে থাকতে চায়। তারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আপনাদের ব‍্যস্ত রাখতে চায়। অতএব আপনার সন্তানকে এমন লোকদের সাথে যেতে দিয়েন না, যাকে আপনি চিনেন না, এবং যাদের আক্বীদাহ্ ও মানহাজ কী তাও জানেন না। কখনোই তাদেরকে ছেড়ে দিয়েন না। আপনার ছেলের দায়িত্ব আপনার উপর। আপনি তার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন।”

অনুবাদক: Rakibun Atid Zihad

[দ্র.: https://youtu.be/qzQTVL-xyUI.]

Pages