খারেজীদের আলামত মুসলিম শাসকদের গালিগালাজ করা , যারা মুসলিম শাসকদের গালিগালাজ করে তারা খারেজী। তাদেরকে দমন করতে সরকারী কতৃপক্ষকে অবহিত করতে হবে।
শাইখ সালেহ আল ফাওযান হাফিযাহুল্লাহকে প্রশ্ন করা হয় » 🌸
মাননীয় শাইখ, আল্লাহ আপনাদের ( সৎ আমল করার ) তৌফিক দিন। এই প্রশ্নকারী বলছেন,
কিছু লোক আছে, যারা সভা সমাবেশে শাসক এবং আলেমগণকে অত্যধিক গালিগালাজ করে, বিশেষ করে বর্তমান সময়ে। (প্রশ্নকারী জিজ্ঞেস করছেন,) এ ব্যাপারে একজন মুসলিমের কর্তব্য কী ?
উত্তর: (মুসলিমের এ ব্যাপারে) ওয়াজিব হল, তার (কথা ও কাজকে) ইনকার (প্রত্যাখ্যান) করা। আর যখন সে (এই প্রত্যাখ্যান) অমান্য করবে (অর্থাৎ সে শাসকদের সমালোচনা ও গালিগালাজ থেকে বিরত হবে না) , তখন তার ব্যাপারে অবহিত করতে হবে। তার ব্যাপারে (সরকারী) কর্তৃপক্ষকে জানাতে হবে। কারণ সে একজন খারেজী।
» শাইখের অফিসিয়াল টুইটার লিংক
https://twitter.com/salihalfawzan/status/980471475529449472?s=19